পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে দিপংকর শীল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের কাটাখালী বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। দিপংকর শীল কাটাখালী গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম উমেশ শীল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দিপংকর শীল দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অবৈধভাবে রোগীদের চিকিৎসা করে আসছিলেন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দিতেন।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরিচালনা করেন গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ। অভিযানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই অপরাধে দিপংকর শীলকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে বারবার সতর্ক করার পরও তিনি ভুয়া চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এদিকে অভিযানের সময় স্থানীয় কিছু লোকজন অভিযুক্তকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন:








