বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জ সলঙ্গায় জোরপূর্বক জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

সিরাজগঞ্জ সলঙ্গায় জোরপূর্বক জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পশ্চিম মথুরাপুর গ্রামে জোরপূর্বক জমি দখল করে বসতবাড়ি নির্মাণ এবং নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সুজাপুর মৌজায় ভুক্তভোগী জুলেখা বেগমের স্বামীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্রায় ২০ শতক জমি রয়েছে। এর মধ্যে ১২ শতক জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বসতবাড়ি নির্মাণের চেষ্টা করেন।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে। অভিযোগে উল্লেখ করা হয়, পশ্চিম মথুরাপুর গ্রামের মো. আবু সাঈদের ছেলে মো. লিটন (৩০), আব্দুর রাজ্জাক (৪০), মেনহাজ আলী (২৮), তার স্ত্রী হাফিজা খাতুন (৫০), মো. ছমের আলী শেখের ছেলে বাবু মিয়া (৪৫), মিনু মিয়া (৪০), রেজাউল করিম (৩৫), আব্দুর রাজ্জাকের স্ত্রী খাদিজা খাতুন (৩৫), আবু সাঈদের ছেলে এশারত আলী (২৮), বাবু মিয়ার ছেলে বিতান আলী (১৯), লিটনের মেয়ে আন্না খাতুন (২৫), এশারত আলীর স্ত্রী লাবনী খাতুন (২২)সহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে টিন ও বাঁশ দিয়ে বসতবাড়ি নির্মাণ শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, জমি দখলে বাধা দিলে অভিযুক্তরা ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের মারধর করেন। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে ভয়ভীতি দেখিয়ে জমিটি দখলে নেওয়া হয়। পরে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় জুলেখা বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close