আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
বুধবার ১৭ ডিসেম্বর বিকেলে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবীবের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ধামরাইয়ের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মনোনিত প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ৷
মনোনয়ন সংগ্রহ শেষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ বলেন ঢাকা-২০ আসনের উন্নয়ন ও সুশাসন ও ইনসাফ ভিত্তিক ধামরাই নির্মানে কাজ করতে চাই৷ আগামী সংসদ নির্বাচনে ধামরাইয়ের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনসাফ ও ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ধামরাই গড়তেই আমি নির্বাচনে অংশ গ্রহন করছি৷ এসময় তিনি ধামরাইয়ে সকলের নিকট দোআ ও সমর্থন প্রত্যাশা করেন৷
ঢাকা ২০ ধামরাই আসনে জামায়াতের মনোনীত আসন পরিচালক ঢাকা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মা. শাহাদাত হোসাইন জানান, ধামরাইয়ের এ আসনটি দলীয়ভাবে শক্ত অবস্থান তৈরি করতে দীর্ঘদিন ধরে আমরা সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছি৷ দীর্ঘদিন ধরে ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ঘরে দাঁড়িপাল্লা মার্কার গনসংযোগ করছি৷ আমরা আশাবাদী একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হলে ধামরাইয়ে দাঁড়িপাল্লা প্রতিকের বিজয় হবে ইনশাআল্লাহ৷
মনোনয়ন সংগ্রহের সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌর জামায়াত ইসলামীর আমীর মাওলানা শামছল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ৷
আরও পড়ুন:








