বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সর্বশেষ
সাবেক সেনা অফিসার ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি গোষ্ঠী’ বলে সম্বোধন ভারতের দেউলিয়াত্বের প্রমাণ তোকে ফিরে আসতে হবে হাদি, সাংবাদিক ইলিয়াছের আবেগঘন পোস্ট দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় ঘেরাওয়ে পুলিশের বাধা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ হাদিকে হত্যার পরিকল্পনা; ভাড়া করা অস্ত্র নিয়ে যে তথ্য জানা গেলো জেআইসি সেলে গুম: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

ধামরাইয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৫:২৭

শেয়ার

ধামরাইয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
ছবি: বাংলা এডিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বুধবার ১৭ ডিসেম্বর বিকেলে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবীবের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ধামরাইয়ের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মনোনিত প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ৷

মনোনয়ন সংগ্রহ শেষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ বলেন ঢাকা-২০ আসনের উন্নয়ন ও সুশাসন ও ইনসাফ ভিত্তিক ধামরাই নির্মানে কাজ করতে চাই৷ আগামী সংসদ নির্বাচনে ধামরাইয়ের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনসাফ ও ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ধামরাই গড়তেই আমি নির্বাচনে অংশ গ্রহন করছি৷ এসময় তিনি ধামরাইয়ে সকলের নিকট দোআ ও সমর্থন প্রত্যাশা করেন৷

ঢাকা ২০ ধামরাই আসনে জামায়াতের মনোনীত আসন পরিচালক ঢাকা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মা. শাহাদাত হোসাইন জানান, ধামরাইয়ের এ আসনটি দলীয়ভাবে শক্ত অবস্থান তৈরি করতে দীর্ঘদিন ধরে আমরা সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছি৷ দীর্ঘদিন ধরে ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ঘরে দাঁড়িপাল্লা মার্কার গনসংযোগ করছি৷ আমরা আশাবাদী একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হলে ধামরাইয়ে দাঁড়িপাল্লা প্রতিকের বিজয় হবে ইনশাআল্লাহ৷

মনোনয়ন সংগ্রহের সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌর জামায়াত ইসলামীর আমীর মাওলানা শামছল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ৷



banner close
banner close