বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সর্বশেষ
সাবেক সেনা অফিসার ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি গোষ্ঠী’ বলে সম্বোধন ভারতের দেউলিয়াত্বের প্রমাণ তোকে ফিরে আসতে হবে হাদি, সাংবাদিক ইলিয়াছের আবেগঘন পোস্ট দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় ঘেরাওয়ে পুলিশের বাধা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ হাদিকে হত্যার পরিকল্পনা; ভাড়া করা অস্ত্র নিয়ে যে তথ্য জানা গেলো জেআইসি সেলে গুম: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

নির্বাচন সামনে রেখে গাজীপুর-দুই আসনে রনির প্রস্তুতি সভা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৫:১৫

শেয়ার

নির্বাচন সামনে রেখে গাজীপুর-দুই আসনে রনির প্রস্তুতি সভা
ছবি: বাংলা এডিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-দুই (টঙ্গী, গাছা ও পুবাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনি প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে টঙ্গীর মধুমিতা রোডে অবস্থিত টঙ্গী কনভেনশন সেন্টারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, গাজীপুর-দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে এক মঞ্চে সাতজন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়েছেন। সবাই দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ‘আমরা সবাই বিএনপির কর্মী। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন-সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির একমাত্র প্রতীক ধানের শীষ।’

তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত। একই সঙ্গে যেসব বিএনপি নেতা এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি, তাদের দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দ্রুত মাঠে নামার আহ্বান জানান বক্তারা।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুর, মহানগর বিএনপি নেতা ড. মোহাম্মদ শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আ ক ম মোফাজ্জল হোসেন, হাসান আজমল ভূইয়া, রাশেদুল ইসলাম কিরণসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে ব্যাপক জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। সভা শেষে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।



banner close
banner close