ফরিদপুরের বোয়ালমারীতে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলন’এর জাতীয় সংসদ ফরিদপুর-এক (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনে প্রার্থী হওয়ার ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে, যেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও আন্দোলনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
বুধবার সন্ধ্যায় বোয়ালমারী রেলস্টেশন এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বোয়ালমারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে পথসভায় রূপ নেয়। স্থানীয়রা এই উপলক্ষ্যে বিভিন্ন প্রতীকী স্লোগান দেন ও প্রতিবাদ করেন।
বোয়ালমারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহাদাত হোসেন অনিক বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ গুম, খুন ও ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল এবং বর্তমানে দোলনের মতো ব্যক্তির মনোনয়ন ঘোষণা ফরিদপুর-এক আসনের জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলে দাবি করেন।
আন্দোলনকারী নেতা জনি বলেন, আরিফুর রহমান দোলন আগে আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা ছিলেন এবং শেখ হাসিনার সমর্থক ছিলেন; এখন তিনি আবার নির্বাচন করতে চাইলেও সেখানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
মিছিলে মো. হাসান ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং দোলনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য আলটিমেটাম প্রদান করেন।
আরও পড়ুন:








