বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

তাহমিদ হত্যাকাণ্ড: ‘বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার হুমকি’ পরিবারের সংবাদ সম্মেলন

মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:২১

শেয়ার

তাহমিদ হত্যাকাণ্ড: ‘বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার হুমকি’ পরিবারের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য গাজী তাহমিদ হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভাস্থ নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সময় নিহতের ছোট বোন ফারিয়া আক্তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার ভাই তাহমিদকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বর্তমানে অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন লোকজন এসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে। তাহলে পরিবারের সবাইকে শেষ করে দেয়া হবে। হত্যার ঘটনায় তারা কয়েকজনকে সন্দেহ করছেন। ঘর থেকে ডেকে নেয়া ব্যক্তি এবং স্বজন ও প্রতিবেশী কয়েকজন। এছাড়াও তাকে শরীরে সামনে এবং পেছনে যারা কুপিয়েছে সিসিটিভি ফুটেজ চেক করে তাদেরকে আইনের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত তাহমিদের বাবা আলমগীর হোসেন, মা বিবি জোহরা এবং বড় বোন আকলিমা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার বিষয়ে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তারা নিরাপত্তাহীনতায় থাকলে আইন অনুযায়ী আমরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবো।”

ধৃত আসামির রিমান্ড প্রসঙ্গে তিনি জানান, “এ বিষয়ে বিজ্ঞ আদালতে এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি।”

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় বারইয়ারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য মো. তাহমিদ উল্লাহ (১৮) কে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরবর্তীতে তাহমিদ খানের মা জোহরা বেগম ১২ ডিসেম্বর রাতে বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদেন আসামী করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ছাত্রদলকর্মী চাকমা জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।



banner close
banner close