বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

রাজশাহীতে পৌর আ.লীগের সভাপতি সহ গ্রেপ্তার তিন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ০০:২৭

শেয়ার

রাজশাহীতে পৌর আ.লীগের সভাপতি সহ গ্রেপ্তার তিন
সংগৃহীত ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় পৌর আওয়ামী লীগের সভাপতি নেতা আব্দুল মতিন ওরফে মতি (৫৯) সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন এজাহারভুক্ত আসামি এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

পুলিশ জানায়, আব্দুল মতিন ওরফে মতি দুটি রাজনৈতিক মামলার আসামি। তার বিরুদ্ধে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল হামলা এবং আড়ানী পৌরসভার ঝিনা গ্রামে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রয়েছে। তিনি আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি। বাঘা পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত ফজের প্রাংমাণিকের ছেলে মতি।

এছাড়া একই থানায় দায়ের করা আরেক মামলায় চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া গ্রামের আবুল কালামের ছেলে নীরব হোসেন ওরফে সম্রাট (২৫) এবং ওয়ারেন্টভুক্ত আসামি সুলতানপুর গ্রামের হান্নানের স্ত্রী মোসা. লাখিকেও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন হোসেন জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার (১৭ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close