বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় আবারো গুলিবর্ষণ, যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ০০:০৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় আবারো গুলিবর্ষণ, যুবক গুলিবিদ্ধ
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মুন্সেফপাড়ায় পূর্ব বিরোধ ও ইভটিজিংকে কেন্দ্র করে আবারো প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সাগর নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ মো. সাগর মিয়া শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনাটি ঘটে।

আহত সাগরের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭ টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন সাগর। সন্ধ্যা ৭ টার দিকে ইমন ইসলাম নামে এক যুবক দলবল নিয়ে মোটরসাইকেলে করে সেখানে উপস্থিত হন এবং হঠাৎ সাগরের ওপর হামলা চালান।

এসময় গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুন্সেফপাড়ায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।



banner close
banner close