বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

নীলফামারীতে চাকুরী মেলা; জমা পরাছে তিন হাজার প্রার্থীর সিভি

নীলফামারী, প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৭

শেয়ার

নীলফামারীতে চাকুরী মেলা; জমা পরাছে তিন হাজার প্রার্থীর সিভি
ছবি: বাংলা এডিশন

নীলফামারীতে দিনব্যাপী চাকুরী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রত্যাশীদের প্রায় তিন হাজার জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়েছে। নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এ চাকুরী মেলা বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিটিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

নীলফামারী টিটিসির অধ্যক্ষ মাসুদ রানার সভাপতিত্বে চাকুরী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের শিল্প ও সেবাখাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এমন চাকুরী মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের কর্মমুখী করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

মেলায় সেকশন সেভেন, প্রাণ-আরএফএল গ্রুপ, বিডিজবস, দেশবন্ধু টেক্সটাইলস, আয়েশা আবেদ ফাউন্ডেশন, ম্যাজেন বিডি, ভেনচুরা লেদারওয়্যার, উত্তরা সোয়েটার, নীলসাগর গ্রুপ ও অভিজাত গ্রুপসহ মোট ১০টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করে চাকুরী প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে।

চাকুরী প্রত্যাশী শাহিনুর রহমান বলেন, “এক জায়গায় এতগুলো প্রতিষ্ঠানে সিভি দেয়ার সুযোগ সত্যিই চমৎকার। এখানে অনেকেরই চাকুরী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমিও কয়েকটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি।

নীলফামারী টিটিসির অধ্যক্ষ মাসুদ রানা জানান, “মেলায় অংশ নেওয়া ১০টি প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার সিভি জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডেকে নেবে। আমরা বিশ্বাস করি, এ মেলা থেকে অনেকের কর্মসংস্থান হবে। ভবিষ্যতেও এ ধরনের চাকুরী মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।



banner close
banner close