বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় নিহত এক

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৫:০৭

শেয়ার

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় নিহত এক
ছবি: বাংলা এডিশন

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় পারভেজ ভূইয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ভূইয়া নেত্রকোনা শহর থেকে সাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন।

এ সময় একটি ফোনকল পেয়ে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে ট্রাকটিকে চালকসহ আটক করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারভেজ ভূইয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজ ভূইয়া সদর উপজেলার কসবা গ্রামের ইনাম উদ্দিন ভুঁইয়ার ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি নেত্রকোনা জেলা শহরের একটি সুপার শপে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা.মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালক লিটনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close