মাদারীপুরে কোনো ধরনের চিকিৎসা ডিগ্রি বা নিবন্ধন ছাড়াই মো. সাইফুল ইসলাম সায়েম নামের এক ব্যক্তিঢ় বিরুদ্ধে পাইলসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়ার অভিযোগ উঠেছে। তিনি পৌর শহরের পুরান বাজারের লন্ডন প্লাজায় নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগী দেখছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসার নামে অর্থ আদায় করা হলেও কোনো উপকার মেলেনি, বরং শারীরিক জটিলতা বেড়েছে। প্রশ্ন তুললে রোগীদের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও তিনি রাজৈরে প্রতারণার অভিযোগে বিতাড়িত হন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








