বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

শাজাহানপুরে আওয়ামী লীগের মশাল মিছিলের দাবি; পুলিশ বলছে ভিডিওটি পুরোনো

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৩

শেয়ার

শাজাহানপুরে আওয়ামী লীগের মশাল মিছিলের দাবি; পুলিশ বলছে ভিডিওটি পুরোনো
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের মধ্যেও বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঝটিকা মশাল মিছিল করেছে।

মঙ্গলবার রাতে সোয়া ১১টার দিকে মশাল মিছিলের ভিডিওটি শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নু তার ভেরিফাইড ফেইসবুক থেকে ভিডিওটি পোষ্ট করেন। ওই পোষ্ট তিনি লিখেন, অবৈধ তফসিল ও ক্যাংগারু কোর্ট এর রায়ের বিরুদ্ধে, শাজাহানপুর উপজেলা সহ সারাদেশে অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশাল সহ বিক্ষোভ মিছিল।

মিছিলের বিষয়ে শাহজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘ফেসবুকে ভিডিওটি দেখে আমরা অনেক অনুসন্ধান করেছি। শাজাহানপুরে এরকম কোনো মশাল মিছিল হয়নি। তবে এটা ধারণা করা যায় যে, ভিডিওটি হয়তো অনেক আগে করে রেখেছিলো। আজকে ভিডিওটি পোস্ট করেছে।’



banner close
banner close