বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯.৭ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:০৭

শেয়ার

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯.৭ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

হিমালয়ের পাদদেশসংলগ্ন হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তর দিক থেকে আসা হিমশীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে তীব্র শীতের প্রভাব। যদিও দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা ওঠানামা করছে, তবে শীতের অনুভূতি কমেনি।

জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর থেকেই পঞ্চগড়ে শুরু হয় উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার দাপট। এর ফলে রাত ও ভোরে কনকনে শীত অনুভূত হয়। দিনের বেলাতেও হিমেল বাতাসের কারণে সূর্যের তাপ ঠিকমতো ছড়াতে পারছে না। ফলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাচ্ছে এবং শীত আরও বেশি অনুভূত হচ্ছে। অনেক দিন ধরেই সূর্যের দেখা মিলছে না, জেঁকে বসেছে শীত।

ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া মানুষ। সকালে কাজে বের হতে গরম কাপড় পরার পাশাপাশি অনেকেই খড়কুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করছেন।

এদিকে, হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে শীতজনিত রোগব্যাধিও বাড়তে শুরু করেছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকেরা চিকিৎসা দেওয়ার পাশাপাশি শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

জীবিকার তাগিদে সকালে কাজে বের হওয়া মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে রিকশা-ভ্যানচালক ও কৃষিশ্রমিকরা পড়েছেন সীমাহীন কষ্টে। শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ রিকশা বা ভ্যানে উঠতে অনাগ্রহী হওয়ায় এসব শ্রমজীবী মানুষের দৈনন্দিন আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, আগামী দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।



banner close
banner close