আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এমন কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের দেওদীঘিতে নির্মাণাধীন ইসলামিক মিশন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন কথা জানান।
উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারীর নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে কমিশন-সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। যেখানে পুলিশের পাশাপাশি কাজ করছে র্যাব এবং সেনাবাহিনী-সহ অন্যান্য সংস্থা। এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভোটকে ঘিরে যাতে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে সংশ্লিষ্ট সব সংস্থা। আশা প্রকাশ করেন, এবারের ভোট সবার অংশগ্রহণে উৎসবমুখর হবে।
এসময় সাতকানিয়ায় নির্মাণাধীন ইসলামিক মিশন হাসপাতাল নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন উপদেষ্টা। সাতকানিয়া উপজেলা প্রশাসন ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








