সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি, সালাহউদ্দিনকে সমর্থন হাসান সরকারের

গাজীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি, সালাহউদ্দিনকে সমর্থন হাসান সরকারের
ছবি: বাংলা এডিশন

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির একাংশ। সোমবার দুপুরে টঙ্গীর বড় দেওড়া আহসানউল্লাহ ইসলামিক ফাউণ্ডেশনের গোলাপ মঞ্চে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার গাজীপুর-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে তার ছোট ভাই, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারকে সমর্থন দেন।

হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর-৬ আসন বিলুপ্ত হওয়ার ফলে গাজীপুর-২ আসনের রাজনৈতিক ও নির্বাচনি বাস্তবতা আমূল পরিবর্তিত হয়েছে। বর্তমানে এ আসনে ভোটার সংখ্যা প্রায় ৮ লাখে দাঁড়িয়েছে, যার অধিকাংশই টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার। এই বাস্তবতায় মনোনয়ন পুনর্বিবেচনা সময়োপযোগী ও যুক্তিসংগত দাবি।

তিনি বলেন, বর্তমান মনোনয়ন দেওয়া হয়েছিল ভিন্ন বাস্তবতায়। আজকের পুনর্গঠিত আসনে ভোটার সংখ্যা, ভৌগোলিক ভারসাম্য ও নির্বাচনি কার্যকারিতা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে গাজীপুরের ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বক্তারা বলেন, টঙ্গীকেন্দ্রিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সাংগঠনিক শক্তি ও জনসমর্থন ধরে রেখেছে। এই বাস্তবতা উপেক্ষা করলে নির্বাচনে বিএনপির ক্ষতির আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার,বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার,গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা শেখ মো. আলেক, সরকার শাহনূর ইসলাম রনি এবং যুবদল নেতা সৌমিক সরকার প্রমুখ।



banner close
banner close