ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনার প্রেক্ষাপটে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও আশপাশের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে আসা বিদেশি পিস্তল ও গোলাবারুদ জব্দ করেছে ৫৩ বিজিবি।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দুইজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে গেলে বিজিবির টহল দল সেটি উদ্ধার করে তল্লাশি চালায়।
তল্লাশিতে কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত অস্ত্রগুলো ভারত থেকে আসা এবং প্রতিটি অস্ত্রের গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে।
তিনি আরও জানান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রাখা হয়েছে।
আরও পড়ুন:








