সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষা নিয়ে এম আকবর আলীর বক্তব্য ভাইরাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:২৮

শেয়ার

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষা নিয়ে এম আকবর আলীর বক্তব্য ভাইরাল

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

উল্লাপাড়া উপজেলার কুমারগাতী কবরস্থানের উন্নয়ন উপলক্ষে আয়োজিত একটি ইসলামি জালসায় এম আকবর আলী ওই বক্তব্য দেন। জালসার একটি ভিডিও পরে উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বাবলু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওটি অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক দর্শকের কাছে পৌঁছায় এবং এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ইসলামি জালসার মঞ্চে একজন বক্তার পাশে বসে বক্তব্য দিচ্ছেন এম আকবর আলী। বক্তব্যে তিনি মাদ্রাসা শিক্ষার কার্যকারিতা নিয়ে মন্তব্য করেন এবং বলেন, তিনি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তবে পরবর্তী সময়ে স্কুল ও কলেজে পড়াশোনা করে চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত হন। তিনি আরও উল্লেখ করেন, মাদ্রাসায় পড়াশোনা করে বড় প্রশাসনিক বা সামরিক পদে পৌঁছানো সম্ভব নয়—এমন অভিমত প্রকাশ করেন।

এ সময় মঞ্চে উপস্থিত ইসলামি জালসার বক্তাকে বিব্রত হয়ে সাময়িকভাবে মঞ্চ ত্যাগ করতে দেখা যায়। পরে আয়োজকদের অনুরোধে তিনি পুনরায় মঞ্চে ফিরে আসেন।

পুনরায় বক্তব্যে ওই বক্তা নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে মাদ্রাসা শিক্ষা নিয়ে অবমাননাকর মন্তব্যের সমালোচনা করেন। তিনি এ ধরনের বক্তব্যকে ইসলামি শিক্ষার প্রতি অসম্মান হিসেবে উল্লেখ করেন।

ঘটনাটি প্রকাশের পর স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।



banner close
banner close