সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মেহেরপুর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪৯

শেয়ার

মেহেরপুর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অনুপ্রবেশ ও দুষ্কৃতিকারীদের প্রতিহত করার লক্ষ্যে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও দুষ্কৃতিকারীদের প্রতিহত করার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। এর অংশ হিসেবে মেহেরপুর এবং কুষ্টিয়ার সীমান্ত পিলার ১৩১/৮-আর হতে ৮১/৩-এস পর্যন্ত প্রায় ৮১.৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। দেশের বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।



banner close
banner close