সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মেহেরপুর গাংনী সীমান্তে ছয় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মেহেরপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ২১:১৯

শেয়ার

মেহেরপুর গাংনী সীমান্তে ছয় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

মেহেরপুরের গাংনী উপজেলায় ভারতীয় ৬ কেজি গাঁজাসহ শান্ত ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রবিবার সকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের টহল দল উপজেলার খাসমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করে। আটক শান্ত ইসলাম তেঁতুলবাড়ীয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি-এর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় তেঁতুলবাড়ীয়া বিওপির টহল দল গাংনী উপজেলার ১৩৮ ফোর এস সীমান্ত পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৬ কেজি গাঁজাসহ শান্ত ইসলামকে আটক করা হয়।

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার অনিল কুমার জানান, আটক শান্ত ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে দুপুরে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্প থেকে ৬ কেজি গাঁজাসহ শান্ত ইসলামকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close