দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার শেরপুরে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক প্রতিরোধে আঞ্চলিক সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে পুলিশ।
রবিবার বিকেল থেকে শেরপুর উপজেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা ও মাদক চোরাচালান ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কঠোর অবস্থান নিয়েছে। তারই অংশ হিসেবে শেরপুরে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযান চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে চেকপোস্টে তল্লাশির ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও চালক ও যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলিম বাংলা এডিশনকে জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ তল্লাশি অভিযান ভোর পর্যন্ত চলবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন:








