সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নিজামী ও গোলাম আযমকে ‘সূর্যসন্তান’ বললেন শিবির নেতা: ছাত্রদলের প্রতিবাদ

পাবনা, প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ২০:২৭

আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫ ২০:২৭

শেয়ার

নিজামী ও গোলাম আযমকে ‘সূর্যসন্তান’ বললেন শিবির নেতা: ছাত্রদলের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল ও অনুষ্ঠান বর্জনের ঘটনা ঘটেছে। বক্তব্যে জামায়াতের প্রয়াত নেতা মতিউর রহমান নিজামী ও গোলাম আযমকে স্বাধীনতাযুদ্ধের ‘সূর্যসন্তান’ ও দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করায় ছাত্রদল নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।

রবিবার সকালে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নির্ধারিত সময়ের কিছু পর অনুষ্ঠান শুরু হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রথমে ছাত্রদলের বক্তব্যের পর কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মামুন আল হাসান বক্তব্য দিতে ওঠেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছেন এবং একই সঙ্গে মহান স্বাধীনতাযুদ্ধে এ দেশের ‘সূর্যসন্তান’ হিসেবে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

এ বক্তব্যের পরপরই মিলনায়তনে ছাত্রদল নেতা-কর্মীরা হইচই শুরু করেন এবং জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দেন। একপর্যায়ে তারা বক্তব্য বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান শেষ করেন।

এ বিষয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, অনুষ্ঠানটি ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে। কিন্তু ছাত্রদলের নেতা তার বক্তব্যে জামায়াত-শিবির নিয়ে মিথ্যাচার করেছেন এবং প্রয়াত নেতাদের নিয়ে বিষোদ্‌গার করেছেন। তিনি দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।

অন্যদিকে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, গোলাম আযম একজন চিহ্নিত রাজাকার এবং মতিউর রহমান নিজামী আলবদরপ্রধান। তাদের দেশপ্রেমিক বলায় ছাত্রশিবির নেতার বক্তব্য তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রশিবিরকে বক্তব্য প্রত্যাহার ও সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিজয়ের মাসে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ও এ ধরনের বক্তব্য বাঙালি জাতির জন্য লজ্জাজনক। ভবিষ্যতে এমন বক্তব্য বা স্লোগান দিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এর কঠোর প্রতিবাদ করা হবে।



banner close
banner close