লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ২৪ ঘণ্টাব্যাপী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে করে সীমান্ত এলাকার নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যেখানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে কোনোভাবেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা না যায়।’
সীমান্ত নিরাপত্তা রক্ষায় ১৫ বিজিবির এই অভিযানকে সাহসিকতা ও কৌশলগত দক্ষতার একটি কার্যকর উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরনের কঠোর নজরদারি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:








