রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় শিবগঞ্জ-ভোলাহাট সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৯

শেয়ার

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় শিবগঞ্জ-ভোলাহাট সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
ছবি: বাংলা এডিশন

ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-আট আসনের এমপি প্রার্থী ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারী যেন সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অতিরিক্ত ২০টি টহল দল মোতায়েনসহ ব্যাপক চেকিং কার্যক্রম শুরু করেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বাংলা এডিশনকে বলেন, ‘ওসমান হাদীকে গুলি করা ব্যক্তিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অতিরিক্ত ২০টি টহল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর চেকিং কার্যক্রম চলছে।’

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের চলাচলের ওপর বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।



banner close
banner close