দৈনিক পৃথিবী প্রতিদিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পরিচয় প্রদান ও ব্যাজ পরানো হয়। এরপর সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী এফ এম ফজলুল হক ফজলু। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর, সাবেক জেলা পরিষদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এফ এম রিপন আক্তার ফজলু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম। সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোশাররফ হোসেন ওয়ালিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন এবং দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
সভাপতির বক্তব্যের আগ মুহূর্তে প্রধান অতিথির পক্ষে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ও পোর্টাল ইনচার্জ বাদল হোসাইন, পৃথিবী প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি ও জাতীয় দৈনিক নবচেতনার সাভার উপজেলা প্রতিনিধি শেখ আব্দুর রশিদ, বাংলা এডিশনের সিংগাইর উপজেলা প্রতিনিধি আসিফ হোসেন, জেকে টিভির প্রতিনিধি ও দেশ বুলেটিন পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীন রতন, সাংবাদিক শফিকুল ইসলাম, পৃথিবী প্রতিদিন পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান, দৈনিক আমার নিউজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন এবং দৈনিক আলোকিত নিউজের সিংগাইর উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল লতিফ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমের সমাপনী ঘোষণা করা হয়।
আরও পড়ুন:








