রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ভৈরব এনসিপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৬

শেয়ার

ভৈরব এনসিপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে।

শনিবার সন্ধ্যায় ভৈরব দুর্জয় মোড় জাতীয় নাগরিক পার্টি ভৈরব উপজেলা শাখার কার্যালয় থেকে এক মশাল মিছিল ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণশেষে ভৈরব দুর্জয় মোড় সমাবেশ করে।

সমাবেশে থেকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা বলেন, অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদির উপর গুলি বর্ষণকারীকে গ্রেপ্তারের দাবি জানায়।

তারা আরো জানায়, ৫২ থেকে ২৪ পর্যন্ত যখনই প্রতিবাদের কণ্ঠস্বর বেজে ওঠে তখনই ঘাতকরা সেই প্রতিবাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে চাইছে।

এই আক্রমণ শুধু হাদীর ওপর নয়, প্রতিটি বিপ্লবের কন্ঠের উপর আক্রমণ, যা আমরা কখনো মেনে নিতে পারছি না।

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এক একটা হাদীর জন্ম নিয়েছে।

হাদীর উপর আক্রমণ করে জুলাই যোদ্ধাদের কন্ঠ রোধ করতে চায়, আমরা এই দুর্জয় মোড় থেকে ঘোষণা দিতে চাই যেখানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দের পাওয়া যাবে, সেখানেই তাদেরকে গণধোলাই করা হবে।

আজকে এক হাদী ভাই হাসপাতালে আমরা লক্ষ্য হাদি ভাই রাজপথে আছি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শরিফুল হক জয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি, কিশোরগঞ্জ জেলা। প্রধান সমন্বয়কারী, আশুগঞ্জ উপজেলা।জারিফ রহমান আজাদ মুখপাত্র, বাজিতপুর উপজেলা।মানিক মিয়া। সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবশক্তি, কিশোরগঞ্জ জেলা। রিসান কবির প্রতিনিধি, এনসিপি, ভৈরব উপজেলা। ইফতি সিকদার শাহরুখ প্রতিনিধি, এনসিপি,ভৈরব উপজেলা। মোহাম্মদ সোহেল,আশিক,আশরাফুল ইসলাম, বাপ্পি মজুমদার, আবির,নিলয়,হুসাইন সহ সকল নেতৃবৃন্দ।



banner close
banner close