রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

"আমরা সবাই হাদী হবো, বুক চেতিয়ে লড়ে যাবো" স্লোগানে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল

রাজশাহী, প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ২০:১৯

শেয়ার

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগরের নেতাকর্মীরা। মিছিলে, "আমরা সবাই হাদী হবো, বুক চেতিয়ে লড়ে যাবো", ইনকিলাব জিন্দাবাদ সহ বিভিনৃন প্রতিবাদী স্লোগান দেয়া হয়।

শনিবার সন্ধ্যা ৭টায় রাজশাহী জিরো পয়েন্টে এনসিপির রাজশাহী মহানগরের নেতৃবৃন্দের অংশগ্রহনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে মনিচত্বর ঘুরে নগর এনসিপির কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত পথসভায় নগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি পক্ষ যড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এনসিপি সকল যড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে কাজ করে যাবো৷ তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদীর উপর হামলাকারীদের চিন্তিত করে আইনগতব্যবস্থা নিতে হবে৷

সংগঠনরটির রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান বলেন, দেশে ভারতীয় 'র' এর যড়যন্ত্র চলছে এবং নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এছাড়া জুলাই যোদ্ধাদের টার্গেটের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা চলছে৷ আমরা এই যড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত সাথে সাথে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো তৎপর হওয়ার তাগিদ দেন তারা।

মশাল মিছিল শেষে পথসভায়, ওসমান হাদীর উপর হামকারীদের দ্রুত বিচারের দাবী করা হয়।



banner close
banner close