নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের অংশ হিসেবে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান নিজে মাঠে নেমে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন।
শনিবার সকাল থেকে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে এসব প্রচারসামগ্রী অপসারণে অংশ নেন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। ওই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নিজ উদ্যোগে এ কার্যক্রম শুরু করেন। একই সঙ্গে তিনি কর্মী-সমর্থকদের সন্ধ্যা ৬টার মধ্যে নিজ ব্যয় ও দায়িত্বে সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেন।
এ বিষয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের নির্দেশনা মেনে চলা গণতান্ত্রিক দায়িত্বের অংশ। শৃঙ্খলা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি খায়রুল ইসলাম, পৌর নায়েবে আমির আব্দুল কাদের, সেক্রেটারি মিজানুর রহমান, অর্থ সম্পাদক ছানোয়ার হোসেনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








