ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটি শেরপুরের সদস্যরা।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে থেকে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়স্থ শহীদ স্কয়ারে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেয়া জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানান ও বিভিন্ন স্লোগান দেন।
পরে বিক্ষোভ শেষে থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটির নেতৃবৃন্দ অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অগ্রনায়ক, ভারতীয় আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বরকে আজকে দিনদুপুরে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। বর্তমান সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিচার করতে যে ব্যর্থ হয়েছে, সে ব্যর্থতার একটি নমুনা আজকে আমরা দেখতে পেয়েছি। গত জুলাইয় আগস্টে আওয়ামী লীগের দোসররা আমাদের নিরীহ শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনকভাবে হামলা-গুলি করেছিলেন, রক্তাক্ত করেছিলেন, হত্যাও করেছেন; তাদের বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:








