শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

হাদি ও চট্টগ্রামে বিএনপির প্রার্থী উপর হামলার প্রতিবাদে ব্গুড়ায় বিএনপির বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৯

শেয়ার

হাদি ও  চট্টগ্রামে বিএনপির প্রার্থী উপর  হামলার প্রতিবাদে ব্গুড়ায় বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ'র উপর হামলার প্রতিবাদে ব্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী শনিবার দুপুরে নবাববাড়ীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ভারপ্রাপ্ত সাধারণ মোশারফ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল শহরের প্রদক্ষিন করে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে নির্বাচন বানচাল করতে চায় তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঢাকায় হাদির মতো চট্রগ্রামে বিএনপির প্রার্থীর উপর হামলা করেছে। বাংলাদেশকে একটি আতংকের দেশ, অস্থিতিশীল দেশ বানাতে চায়। এই অপচেষ্ঠার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।



banner close
banner close