শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে জামায়াত নেতাকে মারধর, বিএনপির বিরুদ্ধে থানায় অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৬

শেয়ার

টাঙ্গাইলে জামায়াত নেতাকে মারধর, বিএনপির বিরুদ্ধে থানায় অভিযোগ
বাংলা এডিশন

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (১২ ডিসেম্বর) - সন্ধা ৭ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার আমির আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এমন অভিযোগ করেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফলদা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ফলদা ইউনিয়ন জামায়াতের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সুজন মিয়া কয়েকজন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল–২ আসনের (গোপালপুর–ভূঞাপুর) জামায়াতের মনোনীত প্রার্থী হুমায়ুন কবির ফলদা এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। সভার মাঝামাঝি সময়ে বিএনপির একটি দল মিছিল নিয়ে সভাস্থলে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। জামায়াতের নেতাকর্মীরা করতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিএনপি কর্মীরা আবারও মিছিল করে সভা পণ্ড করার চেষ্টা চালায়।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত পথ সভা শেষ করার সিদ্ধান্ত নেয় উপজেলা জামায়েত ইসলামীর নেতাকর্মীরা। মিছিলরত বিএনপির নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেট দিলে নির্বাচনী পথসভা শেষে জামায়াতের নেতাকর্মীরা ফলদা শিহাব উদ্দিন কলেজ মাঠে অবস্থান নেয়। এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় বিএনপির নেতাকর্মীরা ফলদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক সুজন মিয়াকে জামায়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকায় এবং পথসভার আয়োজন করায় মারধর করে। পথ সভায় ডেকোরেট থেকে আনা ৪৭ টি চেয়ার, কয়েকটি টেবিল এবং লাইট ভাংচুর করে। সুজন মিয়ার বাবাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে পরে তার উপরেও হামলা চালায়। জামায়াত ইসলামকে ভোট দিলে দেখে নেবে এবং ভোট কেন্দ্রে যেতে দিবে না। এছাড়া সুজন মিয়ার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

ঘটনার পর সুজন মিয়া ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি কয়েকজন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করেন। অভিযুক্তরা হলেন, ছাত্রদলের ফলদা ইউনিয়নের সভাপতি সোহাগ সরকার, তার ভাই শাহিন সরকার, ছালাম সরকার,রিপন সরকার, তারা মিয়া, সুজন ফলদা ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক আশরাফুল, স্বপন, আব্দুল মালেকসহ ২০/২৫ জন রয়েছে। অভিযোগে সুজন মিয়া নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মোঃ রবিউল আলম, পৌরসভার আমির মাওলানা শাহজাহান আলী, সেক্রেটারি মোঃ নুরুর রহমান তালুকদার সেলিম, গোবিন্দাসী ইউনিয়নের আমির মাওলানা মোঃ ইসমাইল হোসেন, অলোয়া ইউনিয়নের আমির শাহজাহান আলী, নিকরাইল ইউনিয়নের আমির কামরুজ্জামান, ফলদা ইউনিয়নের সভাপতি মোফাজ্জেল হোসেন প্রমুখ।



banner close
banner close