বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি শাহীনকে অবশেষে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পালাতক শাহীন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়ার পরপরই আমরা বিভিন্ন সূত্রে তার অবস্থান সম্পর্কে অনুসন্ধান শুরু করি। সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আদালত চত্ত্বর থেকে কৌশল অবলম্বন করে পালিয়ে যায় শাহীন।
এর আগে ১০ ডিসেম্বর রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির জিডি নং–১৭৬–এর সূত্র ধরে চকসূত্রাপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় স্থানীয়রা থানা রোডে আকবরিয়া হোটেলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে সেখান থেকেই সে সুযোগ বুঝে পালিয়ে যায়।
আরও পড়ুন:








