সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় পুলিশের মাস্কেট্রি অনুশীলনে যুবক গুলিবিদ্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৬:২৬

আপডেট: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৬:২৬

শেয়ার

চুয়াডাঙ্গায় পুলিশের মাস্কেট্রি অনুশীলনে যুবক গুলিবিদ্ধ
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা বাবু নামের এক যুবক পুলিশের মাস্কেট্রি অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় পুলিশের ফায়ারিং অনুশীলন চলাকালে একটি গুলি এসে বাবুর বুকে লাগে বলে স্থানীয়রা জানান।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক রোগীকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।’

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটলো তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



banner close
banner close