সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বান্দরবানে পর্বত দিবস উপল‌ক্ষ্যে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত

বান্দরবান প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৪:১৫

শেয়ার

বান্দরবানে পর্বত দিবস উপল‌ক্ষ্যে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান সদরের রাজার মাঠে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বান্দরবান সদরের রাজার মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিযোগিরা পাহাড়ের উঁচু-নিচু, আঁকা-বাকা পাহাড়ি পথ ধরে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম শেষে মেঘলা এলাকার পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে মিনি ম্যারাথনের শেষ করে।

দৌড়বিদরা জানায়, আজ আর্ন্তজা‌তিক পর্বত দিবস উপল‌ক্ষ্যে ম‌্যারাথন দৌড় অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এটি এক‌টি ব‌্যতিক্রমী উদ্যোগ। আমরা পাহাড়ী উচু নিচু প‌থে প্রায় দৌ‌ড়ে জেলা প‌রিষদ এসে‌ছি। এ প্রতি‌যো‌গিতায় অংশ গ্রহন কর‌তে পে‌রে আমরা খু‌শি।

এবারের প্রতিযোগিতায় নারী প্রতিযোগির পাশাপাশি ৪৫ বছরের উর্ধ ও ৪৫ বছরের নিচে সর্বমোট ১৫০জন প্রতিযোগী অংশ নেয় যাদের মধ্যে ৩০জন নারী প্রতিযোগি। এমন আয়োজনে খুশি দর্শক ও স্থানীয় বাসিন্দারা।

এদিকে প্রতিযোগীতা শেষে সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী ১৫জন প্রতিযোগিকে পুরস্কার ও মেডেল প্রদান করেন।

এ সময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আবুল কালাম, সদস্য উবাথোয়াই মারমা, সদস্য নাছির উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্বের কাছে তুলে ধরা এবং পর্বতকে রক্ষা করা ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য এমন উদ্যোগ।



আরও পড়ুন:

banner close
banner close