ফরিদপুরে আলফাডাঙ্গা আদর্শ কলেজে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে অধ্যক্ষসহ শিক্ষক ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে এমন পরিস্থিতি তৈরি করেন। ঘটনাটি কলেজের সিসি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার কামারগ্রামে কলেজটিতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপি নেতারা কলেজে এসে অধ্যক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে এসে দুই যুবক কলেজ চত্বরে প্রবেশ করেন। পেছনে বসা আল সাদ নামের যুবক হাতে একটি রামদা উঁচিয়ে ধীরে ধীরে এগিয়ে আসেন। তাকে দেখে আশপাশের লোকজন দ্রুত সরে যায়। এরপর তিনি কলেজ ভবনের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে যান।
কলেজ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আল সাদ কুসুমদি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পূর্বে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে থাকা অপর যুবক সাদি (২৫) শ্রীরামপুর এলাকার গফুর খাঁর ছেলে।
কলেজের অধ্যক্ষ এম এম মজিবুর রহমান মুজিব জানান, আল সাদের স্ত্রী ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী। দুপুর ১২টার দিকে তিনি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে পিওন নাজমুল তাকে থামান। কিন্তু তিনি জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। অধ্যক্ষ তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে তিনি উত্তেজিত হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন। এ সময় পরিসংখ্যানের শিক্ষক সমীর কুমার বিশ্বাস বাধা দিলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কলেজ থেকে বের হয়ে প্রায় ২০ মিনিট পর মোটরসাইকেলে রামদা হাতে ফের কলেজে এসে ভয় সৃষ্টি করেন। এ ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
ইউএনও ও ওসির সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে তার আগেই যুবক পালিয়ে যান। পরে স্থানীয় বিএনপি নেতারা এসে ক্ষমা চান এবং তাদের মাধ্যমে আল সাদ মুচলেকা দেয়।
অভিযুক্ত দুই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি। আলফাডাঙ্গা থানার ওসি মো. হাসনাত জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছিল, তবে অভিযুক্তকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








