মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

১৫ লাখ টাকার ট্রলিং জাল উদ্ধার, বাঁশখালীতে ১৮ জেলে আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৩

শেয়ার

১৫ লাখ টাকার ট্রলিং জাল উদ্ধার, বাঁশখালীতে ১৮ জেলে আটক
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপকূলে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে কোস্ট গার্ডের কন্টিনজেন্ট খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল উদ্ধার এবং ১৮ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত বোট, জাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



banner close
banner close