চট্টগ্রামের মিরসরাইয়ে দুই হাজার পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বোরহান চাঁদপুর জেলার কচুয়া উপজেলা সফিবাদ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজুমল হক জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনাকালে সন্দেহ জনকভাবে একটি পিক-আপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় কৌশলে রাখা দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং ইয়াবাগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:








