মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ঝালকাঠি-২ আসনে উত্তেজনা: প্রার্থী শেখ নেয়ামুল করিমের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০১:৫৬

শেয়ার

ঝালকাঠি-২ আসনে উত্তেজনা: প্রার্থী শেখ নেয়ামুল করিমের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের নির্বাচনী প্রচারণায় ধারাবাহিক হামলার অভিযোগ তুলে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে শেখ নেয়ামুল করিম অভিযোগ করেন, গত ৭ ডিসেম্বর নলছিটির মোলারহাট ইউনিয়নে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে বিএনপির কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে সাতজন আহত হন, যাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।

তিনি আরও জানান, ঘটনাটির পর ৮ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা দেওয়া হলেও বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু সেই রাতেই জামায়াত কর্মী কাউসারের ওপর নতুন করে হামলা, মারধর এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। উদ্ধার করতে গেলে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কলেজ প্রভাষক মনিরুজ্জামানকে দোকানে অবরুদ্ধ করে নির্যাতন করা হয়। এ সময় ইউনিয়ন সভাপতি আমির হোসেন হায়দারসহ চারজনকে মারধর করা হয় এবং মোবাইল ফোন, নগদ টাকা ও দুটি মোটরসাইকেল ছিনতাই হয় বলে দাবি করেন তিনি।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আশা জেগেছিল। কিন্তু এখনও কিছু ব্যক্তির পেশিশক্তির আশ্রয় নেওয়া গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। নলছিটিতে জামায়াত কর্মীদের ওপর হামলার ঘটনাও তারই অংশ বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রশাসনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়। হামলার প্রতিবাদে নলছিটি উপজেলা জামায়াত বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রদান করে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট এবিএম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এনামুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।



banner close
banner close