র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮), সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের অভিযানে বরগুনার চাঞ্চল্যকর প্রতিবন্ধী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ রিফাত (২১) গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর কলাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিফাত বরগুনা সদর উপজেলার হাজারবিঘা এলাকার নাসির উদ্দিনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯ মে ২০২৫ সকালে স্কুলের সামনে থেকে ওৎ পেতে থাকা একদল ব্যক্তি বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। উদ্ধার হওয়ার পর মেডিকেল পরীক্ষায় ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে প্রমাণ মেলে।
মহিপুরে ট্রলারের মাঝি হত্যা মামলার পলাতক প্রধান আসামি সোহেল ফকির গ্রেপ্তার।
গ্রেপ্তারকৃত রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন:








