বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

বান্দরবানে শুরু হলো পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল

বান্দরবান, প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৯:০৬

শেয়ার

বান্দরবানে শুরু হলো পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল
ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।

মঙ্গলবার বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আরা রিনি উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মুনসুর, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বান্দরবান পৌরসভা ফুটবল দল ও বান্দরবান সদর উপজেলা ফুটবল দল। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় বান্দরবান পৌরসভা ফুটবল দল ২-০ গোলে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।



banner close
banner close