মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ১১:৪১

শেয়ার

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকদের মধ্যে ফের অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদ ও কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার সকাল নয়টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় পি এন কম্পোজিট কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

শিল্প পুলিশ জানায়, কোনাবাড়ী এলাকার পি এন কম্পোজিট লিমিটেড কারখানার এক শ্রমিক গত সাত ডিসেম্বর জরুরি কাজে কারখানা থেকে বের হয়ে বাইরে যান। কাজ শেষে অফিসে ফিরলে কারখানার কিছু কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ড হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ওইদিন শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ রাতেই সিদ্ধান্ত নিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে।

এ ঘটনার পর মঙ্গলবার সকালে কারখানায় আগত শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলে শিল্প-পুলিশ এবং থানা-পুলিশ রয়েছে। শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেই পদক্ষেপ নেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।



banner close
banner close