মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সবার সামনে কোপে যুবকের কব্জি বিচ্ছিন্ন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ০১:৩৮

শেয়ার

সবার সামনে কোপে যুবকের কব্জি বিচ্ছিন্ন
সংগৃহীত ছবি

গাইবান্ধায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেল মিয়া নামের এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার শাপলা মিল এলাকায় এ সহিংসতা ঘটে।

রুবেল মিয়া সদর উপজেলার পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা ও স্থানীয় একটি মার্কেটের ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুবেল মিয়া তার পরিচিত শাপলা মিল এলাকার বাসিন্দা মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যান। এ সময় মোশারফের প্রতিপক্ষ সুখনগর এলাকার বাবু ও তার সহযোগীরা অতর্কিতভাবে রুবেলের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রুবেলের বন্ধু মোশারফ রহমান বলেন, ‘আমাদের সঙ্গে বাবুদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। কিন্তু সেই বিরোধের জের ধরে আমার বন্ধুর ওপর এমন নৃশংস হামলা হবে, তা ভাবতে পারিনি। আমাকেও তারা মারধর করেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আহত রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন, ‘আমার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হাতের কবজি কেটে দিয়েছে। যারা এই বর্বরতা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিচ্ছিন্ন কবজিটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রুবেলের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close