মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কুমিল্লা'য় বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের যাত্রী নিহত, আহত তিন

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ২৩:২৫

আপডেট: ৮ ডিসেম্বর, ২০২৫ ২৩:২৫

শেয়ার

কুমিল্লা'য় বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের যাত্রী নিহত, আহত তিন
সংগৃহীত ছবি

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথায় পিকাপ ভ্যানের সঙ্গে একে ট্রাভেলস বাসের ধাক্কায় পিকাপ ভ্যানের এক যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হন।

সোমবার(৮ডিসেম্বর) রাত আনুমানিক ১০টায় এ দুর্ঘটনা ঘটেছে বলে হাইওয়ে কুমিল্লা পুলিশ সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাইলস বোঝাই একটি পিকআপ ভ্যান ফেনী থেকে কুমিল্লা যাওয়ার পথিমধ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলাধীন চিওড়া রাস্তার মাথায় পৌঁছা মাত্রই পিছন দিক থেকে আসা একে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী টাইলস মিস্ত্রি

লালমনিরহাট জেলার সদর থানার সরলখা গ্রামের ফজলা হকের পুত্র আব্দুল জব্বার(১৮) মারা যান।

ঘটনার সত্যাতা স্বীকার করে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ পরির্দশক(ওসি) শাহাবুদ্দিন বাংলা এডিশনকে জানান, একে ট্রাভেলস বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের জব্বার(১৮) নামের এক যাত্রীর পেটের মাঝ বরাবর বাসটি গেলে, সেখানে তিনি মারা যায় এবং রাফা, আরাফ,ইমরান নামের তিন জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ও নিহত জব্বার কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পিকআপ ভ্যানটি উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।



banner close
banner close