মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মহিপাল গণহত্যা মামলা: খালেদের সাথে জয়নালের সাক্ষাতে ফেনী বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:১০

আপডেট: ৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৫

শেয়ার

মহিপাল গণহত্যা মামলা: খালেদের সাথে জয়নালের সাক্ষাতে ফেনী বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া
সংগৃহীত ছবি

ফেনীর মহিপাল গণহত্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সদ্য জামিনে মুক্ত হয়েছেন ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালেদ খান। মুক্তির পর দিনই তিনি সরাসরি ফেনী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন (ভিপি জয়নাল)এর ফলেশ্বরের বাসায় সৌজন্য সাক্ষাত করেন

অনুষ্ঠিত এই সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার ঝড় উঠেছে। অনেকে এই সাক্ষাৎকে রাজনৈতিক সৌজন্যের অংশ বলে মন্তব্য করলেও দলের একটি অংশ এটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন।

দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, মহিপাল গণহত্যা মামলার মতো স্পর্শকাতর ঘটনায় আসামি থাকা অবস্থায় একজন নেতার সরাসরি প্রার্থী বাসায় উপস্থিতি স্থানীয় নেতৃত্বকে বিব্রত করেছে।

বিশেষ করে নির্বাচনী সময় ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই সাক্ষাৎ দলের ভেতর অস্বস্তি ও ক্ষোভ সৃষ্টি করেছে।

অনেক কর্মী মনে করছেন এটি জনমত ও দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার কিছু নেতার মতে অধ্যাপক জয়নাল আবেদিন দলের ঐক্য ধরে রাখতে চেষ্টা করছেন এবং কাউন্সিলরের এই সাক্ষাৎ সেই ঐক্যেরই অংশ

এদিকে, ঘটনার পর স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা

তবে বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কিংবা জেলা নেতৃত্ব এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি



আরও পড়ুন:

banner close
banner close