মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

টঙ্গীতে ছিনতাই ও খুনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:১০

শেয়ার

টঙ্গীতে ছিনতাই ও খুনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুরের টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান ছিনতাই, খুনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় জনগণ। পরে তারা থানা ঘেরাও করে দ্রুত নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, টঙ্গী কলেজ গেইট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পুরো বিআরটি প্রকল্প এলাকাজুড়ে সন্ধ্যার পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রতিনিয়ত ছিনতাই, হামলা, খুনসহ নানান অপরাধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়েছে।

তারা অভিযোগ করেন,“বিআরটি প্রকল্প এলাকার পুরো রুটটি এখন অসহনীয়ভাবে ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাই, খুন বা হামলার ঘটনা ঘটছে। রাত নামলেই মানুষ আতঙ্কে থাকে, রাস্তায় বের হতে ভয় পায়। এ পরিস্থিতি আর মেনে নেওয়া যায় না।”

মানববন্ধনে বক্তারা জরুরি ভিত্তিতে পুলিশের টহল বৃদ্ধি, সিসিটিভি নজরদারি জোরদার,অন্ধকার এলাকাগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা,অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

তাদের আরও দাবি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কোনরকম অবহেলা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



আরও পড়ুন:

banner close
banner close