ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকও জব্দ করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর শান্তিপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
অভিযানে কৃষিজমি থেকে মাটি কাটা ও সরবরাহের অপরাধে মেহেদী হাসান (২৭)–কে দণ্ড প্রদান করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে তিনি জানান।
স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








