মেহেরপুরের সাহেবনগর বাজারে সড়ক দুর্ঘটনায় শাহিন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শাহিন এবছর এসএসসি পরীক্ষার্থী ও মালেশিয়া প্রবাস ফেরত কাজিপুর গ্রামের ছাদিমান আলীর ছেলে।
এলাকায় সূত্রে জানান, শাহিন দ্রুতগতিতে মোটরসাইকেল কাজিপুর থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। কাজিপুর ডিগ্রি কলেজের অদুরে পৌছানো মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান শাহিন। এঘটনায় এলাকায় শোকের মাতম শুরু হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে।
অপরদিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোপালপুর এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে তিন নারীসহ আহত হয়েছেন সাতজন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন, গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে ইমরান হোসেন (২৪), সদর উপজেলার আলমপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে রাসেল (২২), শ্যামপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে: জামাত আলী, গাংনীর চৌগাছা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী রজনি (৩০), সপাকুড়িয়া গ্রামের ইয়ানুর রহমানের স্ত্রী হীরা (৩২), সদর উপজেলার দিঘীরপাড়া এলাকার মফা মন্ডলের ছেলে মন্টু (২৫)।
জানা গেছে, আলমপুর গ্রামের রাসেল মোটরসাইকেলে মেহেরপুরের দিকে আসছিলেন। একই সময় ইমরান নামের এক ইজিবাইক চালক যাত্রী নিয়ে গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। মোটরসাইকেল চালক উল্টোদিকে গিয়ে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন।
আরও পড়ুন:








