মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে মাদক ব্যবসায়ী

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৫

শেয়ার

বগুড়ায়  পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে  মাদক ব্যবসায়ী
ছবি: বাংলা এডিশন

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী।

আহত পুলিশ কর্মকর্তা বাবর আলী বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক ( এটিএসআই) পদে কর্মরত আছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ঘটনাটি ঘটে।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,স্থানীয়দের অভিযোগ পেয়ে বাবর আলী একজন কনস্টেবল সাথে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় রিয়াদ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া রিয়াদকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।



আরও পড়ুন:

banner close
banner close