মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বাংলা এডিশনে ভিডিও প্রচারের পর বগুড়ায় প্রকাশ্যে ঘুষ কাণ্ডের জেলা প্রশাসনের দুই কর্মচারিকে শোকজ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩২

শেয়ার

বাংলা এডিশনে ভিডিও প্রচারের পর বগুড়ায় প্রকাশ্যে ঘুষ কাণ্ডের জেলা প্রশাসনের দুই কর্মচারিকে শোকজ
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুরে রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণের নোটিশ বিতরণের সময় জনসমক্ষে ঘুষ নেওয়ার ভিডিও দেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম 'বাংলা এডিশন'র পেইজে গতকাল শনিবার

ভিডিও প্রচার হয়। ওই ভিডিওতে ঘুষ কাণ্ডে জড়িত দুই কর্মচারিকে শোকজ করেছেন জেলা প্রশাসন।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক পি, এম, ইমরুল কায়েস "বাংলা এডিশন"কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘুষ নেয়ার ভিডিও প্রকাশের পরপরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম চলমান। ঘটনাটির তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তদের শোকজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বগুড়া জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার দুই কর্মচারী চেইনম্যান মো. তাজুল ইসলাম এবং অফিস সহায়ক সুফল মিয়া প্রকাশ্য ঘুষ নেন।

শুক্রবার দুপুরে উপজেলার জামুন্না হাটখোলা এলাকায় অধিগৃহীত জমির মালিকদের হাতে ৮ ধারার নোটিশ দেওয়া হচ্ছিল। নিয়ম অনুযায়ী নোটিশ বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে হলেও, অভিযুক্ত দুই কর্মচারী প্রত্যেক ভূমি মালিকের কাছ থেকেই ২০০–৩০০ টাকা করে আদায় করেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে নোটিশ প্রদানে গড়িমসি ও দুর্ব্যবহার করা হয়। ঘুষ নেয়ার এমন ভিডিওটি গতকাল শনিবার বাংলা এডিশনে প্রকাশিত হয়।



আরও পড়ুন:

banner close
banner close