মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জামায়াতসহ আট ইসলামী দলকে শক্তিশালী প্রতিদ্বন্দি মনে করছি না: ডা. মো. আনোয়ারুল হক

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৬

আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৮

শেয়ার

জামায়াতসহ আট  ইসলামী দলকে শক্তিশালী প্রতিদ্বন্দি মনে করছি না: ডা. মো. আনোয়ারুল হক
ছবি: বাংলা এডিশন

আওয়ামীলীগের পতনের পর জামায়াতসহ ৮টি ইসলামী দলকে শক্তিশালী প্রতিদ্বন্দি মনে করছি না, বাংলাদেশের মানুষ কখনই কট্টর ইসলামপন্থী বা ইসলাম বিরোধী ছিলো না এদেশের জনগণ সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে নেত্রকোনা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

রবিবার (৭ডিসেম্বর) জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবাইকে সাথে নিয়ে মোনাজাত করা হয়।

সভায় ডা. আনোয়ারুল হক আরও বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে, জেলার সার্বিক উন্নয়ন করার জন্য দলের অবস্থানসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য উপস্থাপন করেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করেই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা সম্ভব এবং এই লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।

স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা-স্বাস্থ্যসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং তাঁদের মতামতও শোনেন।



আরও পড়ুন:

banner close
banner close