মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৪৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:২২

আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:২৩

শেয়ার

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৪৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক
ছবি: বাংলা এডিশন

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)। শনিবার গভীর রাতে কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রবিবার দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস ) মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, ডিবির ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইব্রাহিম (৩৫) নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত নগদ ৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে ইব্রাহিমের সহযোগী এবং চক্রের অন্যতম হোতা আনোয়ার হোসেন পালিয়ে যায়।

ডিবি কর্মকর্তা তরিকুল ইসলাম আরও জানান, ইব্রাহিম মূলত চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর এলাকায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও দুইটি ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।



আরও পড়ুন:

banner close
banner close